কনটেন্ট প্রেমীদের জন্য প্রথমবারের মতো চরকি নিয়ে এলো ফ্ল্যাশ ফিকশন ‘খুব কাছেই কেউ’।রাবা খানের গল্প, সংলাপ ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন আরাফাত মোহসীন নিধি।এতে অভিনয় করেছেন এফ এস নাঈম, সুনেরাহ বিনতে কামাল।
সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ তার প্রথম সিনেমা। প্রথম সিনেমাতেই অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি শুটিংয়ে আহত হয়েছেন এই অভিনেত্রী। পায়ে ব্যান্ডেজ নিয়েই করছেন শুটিং।